অভাব যখন আসবে দাঁড়ে ,
সুখের পাখি যাবে উড়ে ।
মনে আসবে বিষণ্যতা ,
বিষিয়ে যাবে সকল আশা ।
অস্থিরতার অ-সুখ সাগরে
হারাবে রে মন , মলিন বদনে ।
ডানা ভাঙ্গা পাখির মতন, দু'হাত তুলবি যখন
আশার পানে , পাবি শুধু হতাশা ।

ব্যার্থ লাগবে সংসার জীবন ,
সন্যাস নিতে চাইবে রে মন ।
সুখ কি তুই পাবি সেথা ?
যদি না মিটে মনের ব্যাথা ।
যদি চাও সুখের জীবন ,
জীবন-যুদ্ধে স্থীর কর মন ।

      (৩০_১১_২০১৫)