স্বামী আর প্রেমিকের বাস দুটি পাল্লায়
প্রেমিকাও বদলায় ইচ্ছা অনিচ্ছায়
দায়িত্বে, মননে, কথায়,নব চাহিদায়
ভুল দেখে বার বার নিজেরে আয়নায়
একে অপরকে ক্রমশ পুতুল বানায়
অবচেতনে তার হিসেবহীন খাতায়।
সম্পর্কে বলিরেখা পড়ে অভ্যস্থতায়
প্রেম ভালোলাগা বন্ধুত্ব সবটা হারায়
শত অভিযোগ থাকে অব্যক্ত ভাষায়
দিনে দিনে দূর বাড়ে এক ঘেয়েমিতায়
যতোটুকু টিকে কারনের স্বার্থপরতায়
বাকি কিছু রয়ে যায় মায়ার ব্যর্থতায়।
শরীর নাকি মানুষের মন অসহায়?
ধূসর গোধূলি বেলা গোপনে কাঁদায়
সময়ের অভাব নাকি নুতনের আশায়?
নিজেরই অজান্তে সে নিজেরে ঠকায়
যতোটা সহজ করে জীবনকে সাজায়
টাকা যেন জটিলতা আনে ততটায়
কেউ কারে বোঝে নাতো ভুল ভাবনায়
দিনে দিনে দূর বাড়ে বিষময় কথায়
ছাড় দেওয়া ভুলে গেছে আধুনিকতায়
অধিকার বোধ বাড়ে স্ব স্ব নির্ভরতায়
সব রঙ সুর আছে জীবনের মেলায়
তবু কেনো বুঁদ রয় ভাঙনের খেলায়।