আমার একটা আকাশ আছে জানো?
রোজ সেখানে পায়রা ওড়াই,ওড়াই রঙিন ঘুড়ি
সন্ধ্যা হলে চাঁদের হাটে তারার ছড়াছড়ি
সেই আকাশে রোদ-বৃষ্টি-মেঘ তিন বন্ধুর বাড়ি
অসীম বিশাল পৃষ্ঠা যেন, নেই কোথায়ও দাড়ি।
আমার একটা দীঘি আছে জানো?
সেই দীঘিতে পদ্ম ভাসে,ভাসে টোপা পানা
গাছের ছায়া খেলা করে,খেলে মাছের ছানা।
হংস দলে ডুব সাতারে খায় যে শামুক দানা
ওদের সাথে সাঁতার কাটি,কেউ করে না মানা।
আমার একটা অরণ্য আছে,জানো?
নির্জনতার দুপুর হলেই, পাখি শোনায় গান
শিশির ভেজা ভোরের মায়ায় সবুজ ঘেরা প্রাণ
গভীর ধ্যানের কক্ষ আমার,প্রভুর দেয়া দান
তন্দ্রা এলেই আঁচল পাতি মায়ের দেহের ঘ্রাণ।
আমার একটা পাহাড় আছে জানো?
পাথর কঠিন তার বুকেতেই ঝর্ণা মেয়ে থাকে
মনের দুঃখ দেয় ভাসিয়ে নদীর শত বাঁকে।
জলতরঙ্গের নূপুর পায়ে স্বপ্ন মনে আঁকে
ঝড়-বৃষ্টি-জল-প্রলয় মাঝেও উচ্চ শিরে থাকে।
সব অপরাধ চিৎকারেতে স্বীকার করি যাকে
যার কারনেই সবটা দেখা ভালোবাসিই তাকে।