দেখেছো কি?
আমার আকাশটা আজ ঝকঝকে পরিস্কার
নীল তক্তপোষ নিয়ে সাদা মেঘের ভেলায়
কবিতা করছে বুনন আপন মনে
রোদের চিৎকারে প্রেমিকের ঘাম
অপেক্ষায় শাড়ীর আঁচল।
প্রিয়তম,
বিনা মেঘেও হয় বজ্রপাত
ভালোবাসায় লাগে না অজুহাত
দর কষাকষি করে
যে ভালোবাসার ঘর তোমরা বাঁধো
সেই প্রাসাদে আমার ঘুম আসে না
শব্দরা করে না খেলা
আমি চাই না সেই খেলাঘর।
আমার উঠোন থাক কাঁদায় ভরা
বৃষ্টিরা ইচ্ছে মতো আসে
টগর কলমির সাথে নেই রেষারেষি
পানকৌড়ী, হংসের খেলায়
শান্ত নয়নে যে ঢেউ তোলে
আমি তাতেই খুশি।
প্রিয়তম,
অভিমানহীন রঙে আমি নই প্রজাপ্রতি
সব ফুল আমার ভালো লাগে না
গোলাপময় ভালোবাসাও নয়
তিক্ত কৈফিয়তের সুরেও বাজে না বিনা
আদি থেকে অন্তহীন, সীমাহীন সীমানা
নেই মৃত্যু, নেই ক্ষয় শুধু অপার বিশ্বয়
আমি স্বাধীন মনের এক উড়ন্ত ডানা।