যেখানে তাকাই সেখানেই পাই নিজের প্রতিচ্ছবি
কখনো হাসায় কখনো কাঁদায় চন্দ্র কিংবা রবি
ভুল করে যে বসত গড়ি কিছুই আমার না
লক্ষ ভুল পথের ভিড়ে সত্য খুঁজে পাই না
ছলাকলা যতোই করি ছাড়পত্র যে হাতে
যতো ভালোবাসায় ভরি কেউ যাবে না সাথে
ধর্ম-যুদ্ধ, রাজনীতি, পেটের ক্ষুধাই বড়
তার জন্যই ভবরঙ্গ অসৎ সঙ্গ ছাড়ো
মৃত্যু- ক্ষুধা নিয়েই জন্ম কীসের এতো টান!
মানুষ হয়ে জন্মেছি তাই রাখবো তার মান।