আমার বুকের নিটল ব্যাথা
কিছু চাওয়া সর্ব কথা
অনুচ্চারিত নিথর ভাষা
শান্তি সুখের কাংখিত আশা
তোমায় দিলাম সকল ভালোবাসা।
বিশ্বাস অবিশ্বাসী প্রেম
তির্যকপাতন প্রজ্ঞা ফ্রেম
স্বপ্ন রচন ধৈর্য বাঁধে
শিশির বেলায় শুন্য পদে
তোমায় দিলাম দৈব ভালোবাসা।
কখনো কাছে কখনো দুরে
ঝর্ণা বৃষ্টি ঢেউ এর সুরে
বিরহে, ঝগড়ায়, কাশ ফুলেতে
বুকের ছোট্ট ব্যালকনিতে
তোমায় দিলাম কাম্য ভালোবাসা
দুরন্ত এক মোহ হয়ে
মায়ার আদর জাল বিছিয়ে
নতুন রেনুর পরাগ নিয়ে
পাথরেতে ফুল ফুটিয়ে
তোমায় দিলাম সাম্য ভালোবাসা।
বিষন্ন আলোয় বাংলাদেশে
নামহীন পথ প্রাপ্তি শ্লেষে
নাম না জানা মুহূর্ততে
ঠোটের আবির কাজলেতে
তোমায় দিলাম কাব্য ভালোবাসা।