কেমন করে বোঝাই সখি
শৃঙ্খলে নাই সুখ,
শিকল ভেঙে নিজেরে খোঁজ
পালিয়ে যাবে দুখ।

মিথ্যে নেশায় বুঁদ হয়ে তুই
থাকিস না আর অন্ধ,
ভালোবাসা-ধর্ম-মায়ায়
রাখিস না মন বন্ধ।

মনের সাথে যুদ্ধ করে
যায় না ভালো থাকা,
চিরকাল কেউ রয় না পাশে
হবি যে তুই একা।

বর্তমানই সত্যি সখি
মনের জানালা খোল্,
নিজেই নিজের স্বজন সুজন
বাকি যা সবই ছল।

কে কি বলবে এই ভাবনায়
জীবন তেতো করলি,
নিজের চাওয়া সুখগুলোকে
শিকেয় তুলে রাখলি।

দিন শেষে তুই কিবা পেলি
একেলা বসেই ভাব,
নিজকে এতো ঠকিয়ে বল্
তোর কী হয়েছে লাভ?

ইচ্ছেগুলো দে ছড়িয়ে
আসুক আলোর ভোর
আপন রুচির মুল্য দে আজ
ভাঙরে কারা'র দোর।