আকাশ কোণে মেঘ জমেছে
শুভ্র বলাকা পাখা মেলেছে
পশলা খানিক বরিষ হবে
আমায় সে ভিজিয়ে যাবে।
আকাশ হতে মেঘ ঝরুক
গাছের পাতা খেলা করুক
পলি-কাদার সোদা গন্ধ বুক
গায়ের সাথেই লেপ্টে থাকুক।
আষাড় দিনের কদম হবে
আমার খোঁপায় এলিয়ে রবে
হাসা-কাঁদার সাথি হবে
অনেক অনেক আদর দেবে।
তুমি আমার বৃষ্টি হবে?
বৃষ্টি না হও, রোদ হবে?
ঘামে আমার কপোল ভরো
সোহাগ আর নাই-বা করো
কষ্ট দিয়ে কান্না হয়ে
দু চোখেতে জড়িয়ে ধরো।
তুমি আমায় ঘুম পাড়াবে?
নাকি ঘুম ভাঙিয়ে দেবে?
নাইবা হলে ঘুম আমার
দুপুর কিংবা মধ্য রাতে
রইবো আমি তোমার সাথে
ক্ষুধার্ত সেই পান্তা ভাতে।
ঘুম ভাঙাবো স্বপ্নে রয়ে
সঙ্গী হবো জোনাক হয়ে
ঘাস ফড়িং এর মতন করে
উড়বো মনের রঙটি মেলে।
শান্ত করে একটু হাসো
ভালো যদি নাও বাসো
আমি তোমার কবি হয়ে
সারাজীবন এমন রবো।