শিকল নিয়েছি হাতে পায়ে নয়
শিকল পরেছি মনে,
মনের গভীরে খুঁজে সদা তাঁকে
কেঁপে উঠি ক্ষণে ক্ষণে।
পাষাণ দুয়ারে হাতল নেড়েছি
দেয়নি সে কোনো সাড়া,
গোড়া মৌলবাদি হয়েও খুঁজেছি
হয়ে হন্যে দিশেহারা।
একশত ভাগ নিয়ম মেনেছি
পাইনি কোন আশ্বাস,
তথাপিও আমি থাকতে যে চাই
হয়ে তাঁর কৃতদাস।
আমাকে তিনি দিয়েছেন জীবন
এটাই ভীষণ দামী,
শুধিতে এ ঋণ, তাঁকে ইবাদতে
খুঁজে যাবো দিবাযামী।