যার গর্ভেই জন্ম তোমার,তাকেই বলো বিশ্রী
"ল্যাণ্ড-ক্রুইজার" থাকলে বুঝি, রূপে তুমি সুশ্রী?
পঞ্চাশ উর্ধের মাকে বলো ওজন কমান আরো
তার বেলাতে ডায়েট যতো নিজের বেলায় জিরো।
হাঁটতে, চলতে, কথা বলতে খুঁত ধরছো হাজার
মা হলেই হয় না ভালো- এমনভাষ্য তোমার।
সেই মায়েরই মাকে নিয়ে নিন্দে করো ঠিকই
হাদিস কোরআন নিয়ে আবার মসলা পাতো দেখি!
পোষাক পরা,কথা বলা তোমার মাপেই বলবে
হাটা বসায় পানি খাওয়ায় নির্দেশনা চলবে
মা যেন আজ ছোট্ট শিশু তোমার গর্ভেই জন্ম
কাজ করতে ত্রুটি হলেই রেগে হও যে ক্ষুন্ন।
রাত্রি জেগে, ক্ষুধা নিয়ে, বক্ষ ওমে রেখে
সেরা অন্য,সেরা বস্ত্র তোমার জন্যই দেখে
যত্ন নিয়ে করতো যে মা তোমায় পরিস্কার
আজকে তার অসুস্থতায় করছো তিরস্কার!
এমন সন্তান আছে যার ঘুম নাহি তার আসে
দূরত্ব তাদের বেড়ে চলে যতোই থাকুক পাশে।
রাজপ্রাসাদেও নেইকো সুখ মনের মিল ছাড়া
মনের কষ্টেই মানুষ হয় সবচেয়ে দিশেহারা।
মা'র তুলনা হয়না কভু আশির্বাদি সে যে রত্ন
তারই মনে কষ্ট দিয়ে,করো লোক দেখানো যত্ন।
সন্তানেরই মনের ভাষা মা-ই পড়তে পারে
যতো বিদ্যান হও না তুমি নস্যি তারই ধারে।
সবটা বুঝেও ঘরে ঘরে অভিমানী প্রতারিত মা
মায়ার কানন গড়তে তাদের নাই যে তুলনা।
সন্তানেরই মান রক্ষায় দোষ- ত্রুটি যতো ঢাকে
প্রতারিত হয়েও মা সর্বংসহা হাসি মুখে থাকে।