অবারিত মনের কাছে,জিগ্যাসু আমার
শুধুই কি ভালোবাসি,
তুমি কে বা আমি কার?

সীমানা ছাড়িয়ে প্রেমের আঁধারে
স্বপ্ন বুনন হয় মায়ার চাদরে
অলিখিত কথা আর স্নাত কদমে
ঢাকা পড়ে ভালবাসা অতি আদরে।

কুহুকি ডেকে কয় বাঁশির সুরে
মনের শত ব্যাথা সুখেরও বন্দরে
দিয়েছি যা যতনে অঞ্জলি  ভরে
মাল্য হয়েই দোলে তার ত্বরে

না-ই রইলো অন্তরে বসতি ঘর
স্থান সে রাজার আপন পর
পাগলী বলে যতোই করো উপহাস
স্নেহ যেন বাড়ে তত বাড়ে অভিলাষ।