না বুঝতেই কেটে গেলো তিরিশ বসন্ত
বুঝতেই শূন্য ফাঁকা, কিছুটা আঁড়ি
কারো কাছে খেয়ালি, বড্ড বাড়াবাড়ি

হাতে রাখা, মনে বাঁধা, ভাগ আধাআধি
সব পাখির নেই প্রয়োজন খাঁচা
বুঝতে আরো পাঁচ বসন্ত বাঁচা


হিসেব করে যে হয় না ভালোবাসা
বুঝতে গেলো আরো বছর পাঁচ
চল্লিশে আজ মেঘলা রোদের আঁচ


ষোলোর মতো অনুভূতিময় আবেগি ভাষা
হাতছানিতে এপার-ওপার টানাটানি
অসহায় আজ অন্তে বসন্ত খানি।