অনেক তো হলো,কস্টের গর্ত খোড়া
এসো এবার প্রান ভরে হাসি
মনের দুয়ার খুলে নিশ্বাস নেই
আর অকৃপন ভালোবাসা বাসি।
কেন আর উজানে চলা
ছেড়া পালেই নৌকা ভাসাই
বন্ধ করি সাজানো মিথ্যা বলা
না-ই থাকলাম ভ্রান্ত আশায়।
কাব্যকে, বড্ড ঘৃনা কর
একে বলো-দারুন রসিকতা
হৃদয় ছাড়া যায় কি বাঁচা বলো!
একই বৃন্তে, ফুল আর কাঁটা
অনেক তো হলো,তর্কের তুফান
নয়নের কাজল নষ্ট করা,
ইচ্ছে গুলি কাঁচের চুড়ির মতন
মায়া নিয়ে থাকুক ভরা।
আদি থেকে অন্ত না হয়
পেলাম আবার তোমায়
শেষ বিকেলের আলোয়
আপন করে নাও আমায়।