একটা সকাল কেটে গেলো
মিষ্টি রোদের ঝাপ্টা দিয়ে
বিষন্নতার আলসেমিতে
দুপুরটাকে তাড়িয়ে নিয়ে

শেষ বিকেলের মিষ্টি আলোয়
জোনাক সন্ধা দিয়ে গেলো
মায়ার তুফান আবেগঘন
গভীরতায় রাত এলো।

কানে কানে,বললে তুমি
এসো এবার আকাশ দেখি
মেঘের সাথে চাঁদের খেলা
দিচ্ছে কেমন উঁকিঝুঁকি।

কখনো মেঘ চাঁদকে হারায়
ডুবে মেঘের অন্তরালে
আবার আলোয় ভরিয়ে ভুবন
চাঁদ হাসে তার আকাশ জুড়ে।

কখনো চাঁদ ছুটে পালায়
মেঘের থেকে অনেক দূরে
আবার কখন লুকিয়ে কাঁদে
কালো মেঘের বুকের পরে।

চাঁদের খেলায় ঝলসানো রাত
ভাদ্র মাসের পূর্নিমাতে
তোমার বুকে মাথা রেখে
দেখছি চাঁদ অমাবস্যাতে।