বিশ্বজুড়ে চলছে দেখো আজ কী ভয়ানক যুদ্ধ!
কামান,গুলি, নেই তলোয়ার হচ্ছি তবু বিদ্ধ।
লাশের চেয়েও মরছে বেশি মধ্যবিত্তের স্বপ্ন
মনের পঁচন, ঢালছে যে বিষ করে অনেক যত্ন।
লড়াইটা হয় বড়তে বড়তে, আমরা মরছি চাপে
চিন্তাগুলো রাখছি জমা ছোট্ট চায়ের কাপে।
অনেক বারণ, অনেক নিষেধ মেনে মেনে চলি
জেনে বুঝে মুখ বুজে রই হচ্ছি পাঠার বলি।
ক্ষমতার এক জটিল লড়াই অর্থ ধংস যজ্ঞে
ব্যবসাটাও হচ্ছে দারুণ টিকা পন্যের ভোগ্যে।
শিশু, যুবক, বৃদ্ধ সবাই আতংকে আজ বন্দি
রক্তপাতহীন যুদ্ধটাতে আর কি হবে সন্ধি?
দাঙ্গা ছাড়াই হচ্ছে ভাঙা সুসম্পর্ক যত
রক্ত ছাড়াই প্রতিদিনই হচ্ছি মোরা ক্ষত।
আরো বড় ভাইরাস নিয়ে করবে লড়াই বিশ্ব
আর কতোটা শান্তি পাবে দেশকে করে নিঃস্ব?
ভাবতে গেলেই মনে হয় আজ মানুষ এমন কেনো
ঠুলি পরিয়ে বোধকে সবাই বেঁধে রাখেছে যেনো।
মৃত্যুর স্বাদ যে নিতেই হবে, এটা মাথায় রাখো?
জয়ের নেশায় বুদ না হয়ে নিজ বিবেকে দেখো।
আজকে যারা নীরব ঘাতক, বুদ্ধি দিয়ে খেলছো
দাবার পাশা উল্টে যাবে, মিথ্যে যা যা বলছো।
শুধু একটু অপেক্ষা তো? আর ক'টা দিন পরে
জয়ের নিশান উড়বে ঠিকই সত্য সুন্দর তরে।