তোমার সাথে রাত কাটাবো গহীন বালুচরে
চাঁদের আলোয় নিঝুম বনে
হাতে হাতটি ধরে।

বলবো নাতো কোনো কথাই থাকবো শুধু চেয়ে
বন পোকারা সানাই সুরে উঠবে গান গেয়ে।

তোমার সাথে ফুঁচকা খাবো দুপুর রোদের ভীড়ে
হাসবো ছুটবো করবো মজা
হৃদয় উজাড় করে।

তোমার সাথে টিনের চালে শুনবো বৃষ্টি মিষ্টি গান
ঘাসের ডগায় শিশির হবো কফির প্রিয় ঘ্রাণ।

প্রাণের সাথে মন মিলাবো নিকষিত এক প্রেম
নাইবা বঝুক কেউবা সেটা
আমিই তোমার হেম।