কাঁদামাটির মতন আমায় মনের মাধুরি দিয়ে গড়ো
নদীর মতো বাঁকা,মমতায় অটল, সাগরের মতো বড়
কৃষ্মচুড়ার মতো হাসি, ছলনায় দেখোনা হৃদয়ে দহন
ভোরের শিশিরের মতন প্রতিদিন হয় আমার মরণ


প্রতিদিন জন্ম আমার কারাগারে কাকের চিৎকারে
অগ্নি নিয়েই রোজের খেলা,জ্বালাই নেভাই বারে বারে
আকাশের মতন রোদ বৃষ্টি রঙিন আবরণে ঢাকি
শিরা উপশিরায় করি বাস তবু কী এক ভয়ে থাকি


নিরশ কবিতা, নিরব প্রতিবাদে বালিশে গোজা মুখ
স্বপ্ন পূরণে বিসর্জন দেই জীবনে'র সবটুকু সুখ
জড়ির পাড়ে আঁচলে সাজানো এক বাহারি গল্প গাঁথা
শতরঞ্জির মতো আদরে পাতি প্রতিটি জন্মের ব্যথা