ক্ষণিকের মোহে ভুলেছিলাম যারে
কাশ্মীরি চাঁদ হয়ে আকাশের দারে
তারার জোনাকি হয়ে ঘন অন্ধকারে
স্বাধীন উষ্ণতায় থাকে প্রাণের পরে
কি করে ভুলেছিলাম তারে!
দুরন্ত হাওয়ায় সুতা কাটা রঙিন ঘুড়ি
একগুচ্ছ গোলাপের গোপন কথার ঝুড়ি
এলোমেলো ওড়া কাশফুলের খোলা চিঠি
বেদনার সরবরে কমল সে, চায় না ছুটি
পড়ন্ত বেলায় ক্লান্তিহীন চেতনা যে ধরে
বিশ্বাসী নির্ভরতায় চেনায় সে আপনারে
ভালোবাসা পারাপারে সুতপা ডিঙি'র ভারে
কি করে ভুলেছিলাম তারে!
অবজ্ঞা অবহেলায় নেই হারানোর ভয়
পরম বন্ধু হয়ে সে এক পরম আশ্রয়
শরীর গহবরে যে একাত্ব হয়েই রয়
নীরবে নিভৃতে অপ্রিয় সত্য কথা সে কয়!
ধারন করি যারে,একান্ত নিজ অধিকারে
বোধ যার আপন বন্ধু,জন্ম সূচনা ধরে
মৃত্যু অবধি তারই বাস মস্তিস্কের ঘরে
কি করে ভুলেছিলাম তারে!