শিশু কালের জীবনটাই
বড় ভাবনা বিহীন,
আদর আর ভালবাসায়
দিবস কাটে রঙিন।

কিশোর কাটে উচ্ছলতায়
সব করে ঝটপট,
কিছু বুঝে বা কিছু বুঝে না
মনে তার ছটফট।

যৌবন এক স্বর্ণ সময়
করে অসাধ্যকে জয়,
আবেগ, যুক্তি, কর্মের দ্বারা
স্বপ্ন করে মুঠোময়।

মাঝ বয়সে আসে দোটানা
থম থমে এক ভাব,
দেহঘড়িটা পশ্চিমে ধায়
মনের মাঝে খোয়াব।

বৃদ্ধকালে উত্তরাধিকার
জড়িয়ে ধরে থাকার,
দিবস-রাত্রি প্রচেষ্টা তার
স্রষ্টার মন পাবার।

এভাবে শুরু, এভাবে শেষ
মানবের উপন্যাস,
হাসি কান্নায় ধরণী মাঝে
ক্ষণকাল বসবাস।