সকাল সন্ধা দুপুর রাতের,তুমি আমার সংঙ্গী
ভাব আকাশের প্রেমের ধোঁয়ায়, ভালোবাসায় বন্দী।
বৃষ্টি পড়া ঝুম দুপুরে,আবেগ আকুলতায়
কনকনে এক শীত চাদরে,থাকো উষ্ণতায়।
কি করে যে বোঝাই বলো,বড্ড ভালোবাসি
ঊষ্ন আপন কফি আমার প্রেমিক মুখের হাসি।
মন খারাপে,মন ভালোতে, তোমার কাছে আসা
শরীর মন সতেজ করার,দুরন্ত এক ভাষা।
লাইট কফি,ব্লাক কফি মিষ্টি চুমুর ছোঁয়া
অন্যরকম সমীকরণ, মিশ্র প্রেমের মায়া।
অন্তরের এক আবেগী টান,গভীর উত্তেজনা
দুজনার এই প্রেমেতে কেউ দেবে না হানা।