খুব ইচ্ছে ছিলো আমার, একটা আকাশ থাকবে
সমৃদ্ধ ফসলের জমি নয়, দুর্বা ঘাসে ভরা সবুজ প্রান্তর
সমুদ্র নয়, নদী নয়, থাকবে ছোট্ট একটা দীঘি-
ইচ্ছেমতো যেখানে সাঁতার কাটবো
পদ্ম আর শ্যাওলার জলে দেখবো, জ্যোৎস্নার মিতালী
ডুব দিয়ে শুনবো, ঝরা বাদল এর গান
মধ্য দুপুরে শুনবো শুকনো পাতার নূপুরের রিনিঝিনি
দক্ষিণা বাতাসে ভেসে আসবে গোলাপের ঘ্রাণ
কবিতার মতো হবে সকাল, সন্ধ্যা, নিবিড় ঘন রাত
নির্জনতায় যখন বাসর পাতবে জোনাকীর ঝাঁক
আমার উঠোনে তখন ব্যাকুল একফাঁলি রূপসী চাঁদ
ছুঁয়ে দিতেই, খুশির প্লাবনে ভাসা নতুন এক প্রাণ
ইচ্ছেগুলো যদি ধরা দিতো একবার
ধন্য হতো এ জনম আমার।