শরৎরাণী শুভ্র শোভায় কাশের বনে ফোটে
দর্শনে তার মনটা সবার ব্যাকুল হয়ে ওঠে।
অনাদরেই ক্ষণিক কালে ফুল নামটি পায়
একটু বাতাস বৃষ্টিতে সে হেলে দুলে যায়।
নদীর পারে বাশের ঝাড়ে পূর্ণিমাতে তুই
সাদা রঙের পরী যেন ইচ্ছে করে ছুঁই।
কাশফুলেরই কোমল ছোঁয়ায় মাদকতার টান
সবাই ছোটে তোর পানেতেই রয় না ব্যবধান।
পবনে যে উড়ায়ে দিস ছোট্ট শুভ্র পালক
হয়তো সে গোপন পত্রের অপেক্ষাতে বালক।
কাশবালিকা জেনে রাখ্ আমিও তোর কাঙাল
নীল আকাশে চড়ে বেড়াই হয়ে মেঘের রাখাল।