প্রেমিকা অপেক্ষায় রত,প্রেমিক এর দুরন্ত গতি
জীবন যেখানে যেমন,চিহ্ন দাড়ি কমা বিষ্ময় যতি
মান অভিমান ছায়াতলে দুরত্ব কখনো আসক্তি
বদ্ধ পানি,ছোট ছোট ঢেউ,মনে করে নিত্য বসতি।
সারাবেলা করে খেলা,সাজায় নৈবেদ্দের থালা
যতো প্রেম গাড়ো হয়, বাড়ে ততো জ্বালা।
কিছু তার বুঝে আর কিছু অজানা
ভয়কে মাড়িয়ে চলে,তুচ্ছ ভাবনা।
পাপড়ি ঝরা কৃষ্ণচুড়া বিলাপে রোদন
তারই পত্র তলে আজ সব আবেদন
শুন্য বলে কিছু আর থাকে না বাকি
পিউ কাহা পিউ কাহা দিবানিশি ডাকি।