পৃথিবীতে থাকে কত অসমাপ্ত কথা
মনের গভীরে থাকে বহুরূপি ব্যথা।
কিছুটা জানে মানুষ, কিছুটা অজানা
তারই মাঝে মেলে সে প্রজাপতি ডানা।
আকাশের মতো করে মেঘকে আপন
মানুষেরা করে যায় জীবনযাপন।