প্রতিদিনই একটি গোলাপ দেয়ার কথা ছিলো
কেমন করে কিভাবে তা নিয়মে রূপ নিলো।
নিয়ম কি আর ভালো লাগে প্রেমের খেলাতে
হিসাব বিহীন ভালোবাসার হৃদয় ভেলাতে?
অন্যরকম বিকেল ছিলো অন্যরকম ক্ষণে
বললে তুমি আমার কানে একটু গোপনে-
'পুরো একটা গাছই দিলাম,একটি গোলাপ নয়
সারাক্ষণই রইবো পাশে তোমার ভুবনময়।'
আমিও ঠিক যত্ন করে নিলেম তাকে তুলে
ভালোবাসার গাছটি এখন ভরা ফুলে ফুলে।
হয় না দেখা তোমার সাথে,এখন আমি ভাবি
তাই কি তুমি দিয়েছিলে এমন সুখের চাবি।
গাছটি যখন ছোঁয় আমাকে তোমার গন্ধ পাই
না পাওয়ার সব দুঃখ গুলো তখন ভুলে যাই।
গোলাপ নিয়ে খুঁনসুটি আর হয় না তোমার আমার
গাছটি যেনো সুযোগ পেলো প্রেমের কাব্য হওয়ার।
কতো যত্ন করি আমি সারাটি দিন ভরে
জানো তুমি, অন্য সবাই ওকে হিংসে করে।
কতো কথা বলি তারে, অবাক হয়ে শোনে
তোমার মতই শোনে যেন নিরব বোবা মনে।
আসবে তুমি কবে সখা জিজ্ঞেস করি যখন
তোমার দেয়া গাছটি কোন জবাব দেয় না তখন।
তবু আমি বুঝে নেই তার বোবা ভালোবাসায়
দূরে থেকেও আছো তারই ফুল-কাণ্ড-পাতায়।
অনেক কাছে যাও এসে যাও,যখন গাছটি ধরি।
ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি।