এক আকাশ ভালবাসা নিয়ে
প্রজাপতি ওড়ে ফুলে ফুলে,
সুকৌশলে মধু নেয় ভ্রমরা
বর্ণিল ডানায় ঢেউ তুলে তুলে।
বাহারী পোকা যায় আর আসে
রঙিন স্বপ্ন তার গায়ে মেখে,
পরাগায়ন হয় বা হয় না
কে বা কতটুকু হিসেব রাখে।
আদর নিয়ে সোনার ফুলদানি
যত্নে জায়গা করে দেয় তারে,
গন্ধ, রূপ শেষ হলে ফুলের
ফেলে দেয় আস্তাকুঁড়ে।
কতো নামে কাব্যে, প্রেমে, বিদ্রোহে
ডেকে যায় ফুলকে কবি,
অসময়েও কতো ফুল ফোঁটে আর ঝরে
দেখে কে তার কান্নার ছবি।
অমাবস্যায় পূর্নিমার চাঁদ দেখে
বোকাবনে ছিলো ফুল
জীবন যুদ্ধটা যে একার লড়াই
বুঝতে হয়নি তার ভুল।
ফুলের স্বভাব ফুলেরই মতো-ই
শোনে না কারো কথা,
রূপ, সুগন্ধ ঢেলে নিঃশেষ করে
হৃদয়ে জমিয়ে ব্যথা।
বাসর ঘরে, সংবর্ধনায়
কাঁচা, পাকা চুলের খোঁপায়,
প্রেমিকের হাতে, শেষ যাত্রায়
সর্বত্র ফুল শোভা বাড়ায়।