বহুরূপী ছলে ভরা মানুষের ছলনা
এরকম ছল করা, কোন প্রাণী বোঝে না।

কথা কাজ হাসি সব মিথ্যেরই বাহানা
ছল করে পাশা জিতা মানুষের সাধনা।

আমি সব টের পাই। তুমি বোঝো? বুঝি না,
চমকতো একটাই দিয়ে কেউ হারে না।

কোথা আমি জিতলাম, তুমি সেটা জানো না
পরাজয়ে জয়ী আমি, তুমি তাও  মানো না।

রঙ মাখা মুখোশেতে নিজেকে জড়ালাম
ভালোবাসা বোঝো না যে, তবু পা বাড়ালাম।

প্রেম দিয়ে কিনে নেবো হাসি মাখা বেদনা
বিবেকের কাছে তুমি আড়ালেতে কেঁদোনা।

যতো পারো ছল করা তুমি তা করে যাও
ভালোবাসি বাসবোই, এ তুমি জেনে নাও।