একটা বর্ষা আসবে বলে
চাতক পাখির মত
চেয়ে থাকি আকাশ পানে
প্রশ্ন জমা শত।
মেঘ দেয় না উত্তর কোন
গর্জে ওঠে রোষে
খানিক বাদেই বর্ষা হয়ে
নয়নপাতে বসে।
মুগ্ধ মনে কান পেতে রই
টাপুর টুপুর গানে
শীতলতায় প্রাণ ভরে যায়
শুদ্ধ হই তার স্নানে।
এই মনে হয় কাঁদো তুমি
এই মনে হয় হাসো
সাগর কোলে জন্ম তোমার
মেঘের খেঁয়ায় ভাসো।
তোমার ছোঁয়া এমন কেনো
আবেগ দিয়ে মাখা
আসলে তুমি ঝর ঝরিয়ে
যায় না বেঁধে রাখা।