বজ্র কন্ঠে, তর্জনিতে কবি ওঠালো লাল সবুজের পতাকা
বঙ্গ কাঁপানো অমর বানীতে ওড়ালো বঙ্গে স্বাধীন শুভ্র বলাকা।
পাখায় দিলো মুক্তির স্বাদ ৭ই মার্চে বিজয় ডঙ্কা বাজিয়ে,
কালোত্তীর্ণ এক ভাষণেই দিলো কবি মুক্তির পথ জানিয়ে।
বঙ্গ কবির জন্ম শতবর্ষ আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবার
এমন একটা অমর সন্ধিক্ষণ আসে কী জীবনে বারবার?
স্বাধীনতা আনিতে দিয়ে গেছো কবি জীবনের শতভাগ
বিনিময়ে এই বঙ্গ জমিনে লেগে আছে তোমারই রক্তের দাগ।
আজকে আমরা স্বাধীনতা চেতনায় যতোটা নিজেদের সাজাই,
মোদের গর্ব শেখ হাসিনা না থাকলে, সত্য থাকতো চাপা সবটাই।
এমন শুভ ক্ষণে অমর কবিকে হৃদয় থেকে বিনম্র শ্রদ্ধা জানাই
দোয়া করি যেন আল্লাহর কৃপায়, কবির গোর হোক বেহেস্তের রোশনাই।