মাঝে মাঝে ভাবি
এতো রাগ কেনো তোর 'পরে!
কথাই বলবো না,ইচ্ছে করে
আট-দশ দিন, এক মাসেও না
কিন্তু পারি না,একদিনও
ভাবনা ছাড়ে না এক মূহুর্তও।
মাঝে মাঝে
বড্ড একা,ছোট মনে হয়
ভাবি তোকে নিয়ে এতো
ভাববার কি আছে!
ঘুমোবি, খাবি,না খাবি
তোর ইচ্ছে মতো চলবি
কোন দায়ে তোর মনের কথা
আমায় বলবি!
মাঝে মাঝে ভাবি,তোকে তো
শাসন করার রানী আছে
আদর করার রাজকুমারী
সে মধু কুঞ্জে,আমি বড্ড আনাড়ি
বেমানান,উটকো ক্ষণার বচণ
অনাকাংখিত,অযাচিত জন
তাও তো করিস অনেক যতন।
তবু একটু অবহেলা,অযত্নে
কেনো দুঃখ পাই!
আমার যা পাওনা তার চেয়ে তো
অনেক বেশি পেয়ে যাই।
মাঝে মাঝে, খুব ইচ্ছে করে
মিথ্যে করে বলি,গল্প সাজাই
অন্য কোথাও বাসর পাতাই
পায়রা হয়ে বকবকুম করি
তোকে ক্ষ্যাপাবো বলে নয়,
সরে পড়ার বাহানা ধরি।
মাঝে মাঝে ভাবি,দেখবি
একদিন সত্যি ঠিক পারবো
মায়া আমি,ছাড়বোই ছাড়বো
জানিতো,একটা দুঃখ ছাড়া
দুজনের মিলের বড্ড অভাব
তুই শান্ত,আমার চঞ্চল স্বভাব।
তবুও, আবার ভাবি,
কেনো এতো মনের টান!
ভালোবাসি? ভাবতে চাইনা
ওটা শুধুই কষ্টের বান
যতোবার ভালোবেসেছি,
বিষ পান ততো করেছি।
কষ্টে নীল হয়ে মরেছি
সবই মরীচিকা বুঝেছি।
সবাই বলে আমায় নীল পরি
জানি ওটা কিসের বাহাদুরি
ভেতরে শুধু আনমনে হাসি
মুখে ভাবখানা খুশি খুশি
সুখ আর শান্তির গালিচা পাতা
দিন শেষে ভারি হয় ঋণের খাতা
অনেকে তা দেখে হিংসে করে
ভাবতেই মনটা কি! গর্বে ভরে।
মাঝে মাঝে ভাবি
মিথ্যে আর স্বপ্ন দেখবো না
দেখবো না আর আয়নায় মুখ
থাকুক বেঁচে ঘৃণার অসুখ
ভালোবাসবো না কাউকে
বিশ্বাস তো দুরে থাক
নিশ্বাসও দেবোনা ছুঁতে
অমাবস্যা কালনিশীতে।
মাঝে মাঝে ভাবি
অনেক দুরে পালাবো
চেনা মুখ থাকবে না একটিও
তল্লাটে
থাকবে না তির্যক প্রশ্নের বান
প্রকৃতিই হবে প্রেম অফুরান
বলবো তখন সকল কথা
দুঃখের ভাঙবে নিরবতা।
মাঝে মাঝে ভাবি
যুদ্ধের হবে কি শেষ?
জীবনের শেষ বিয়োগে?
আর কতো ভুগবে ভুবন
ভালোবাসার রোগে?
অনেক তো হলো
যোগ গুন ভাগ করা
তুই একশতে একশ থাক
থাকি আমি শুন্যে ভরা।
মাঝে মাঝে ভাবি
হেরে গিয়েও জিতে যাওয়া
মহুয়ায় রোমাঞ্চিত হওয়া।
তুই ছাড়বি না,সেতো জানি
আমিই ছাড়বো ভালোবেসে
মমতায় যতোই তোকে টানি
এই স্বভাব দোষেই আমি দোষী
তবুও বলবো না ভালোবাসি।