অন্যকে আর আমার মতো
পারবে না ভালো বাসতে
স্মৃতিটা করো ধূসর কালো
খুন করো হাসতে হাসতে

ভোলা কি সহজ ক্ষমা উদারতায়
হৃদয় নিংড়ানো যতন
যেভাবেই সুখ সাজাক তোমায়
আপনার চেয়েও আপন।

পাবেনা আর কখনো সেই
নিদ্রিত আলিঙ্গন
কাংখিত ঘুম বাসনা চাদরে
প্রথম বিস্ফোরণ।

ভোলা তো অনেক দুরের কথা
রাখো প্রেমে হৃদয়ে
সীমাহীন এক গহীন পাথারে
অনুতাপ অনন্য বিশ্বয়ে

অনুশোচনাই মানুষের এক দৃস্টিহীন দণ্ড
ভালোবাসি প্রাণের মতো বিচারে পাষণ্ড