আকাশ যদি উদার এমন মেঘকে কেনো কাঁদায়
রঙধনু টার রঙ নিয়ে সব আবার কেনো লুকায়
চাঁদ সূর্য তারা সকল নিজের বুকেই রাখে
সাগর জলে কেনো তবে নিজের ছবিই আঁকে?
মনটা যখন ভীষণ কাঁদে তাকাই আকাশ পানে
আমার সকল কথা যেনো ও-ই কেবল জানে
নানা রঙের ছবি আঁকে মন কে তখন ভোলায়
ইচ্ছে করে যাই হারিয়ে ওর-ই মেঘের ডানায়
কেমন তর ছায়া দিয়ে আগলে আগলে রাখে
ভালো মন্দ সবাইকে সে এক চোখেতে দেখে
সীমানাহীন ঠিকানা তার তাই কি এমন উদার
সবার কি আর সাধ্য আছে তাকে ছুঁয়ে দেখার