পুড়ছি, পুড়েই চলছি
পুড়ছি মানবতার রোষাণলে
পুড়ছি প্রকৃতির বিষ বাষ্পতে
পুড়ছি সূর্যের তাবদাহে
পুড়ছি আপন কর্মফলে
পুড়ছি সমাজের অনিয়মে
পুড়ছি হিংসা প্রতিশোধে,
পুড়ছি, পুড়েই চলেছি ।।
পুড়ছি প্রখর রোদে
পুড়ছি ভীষণ জ্বরে
পুড়ছি কংক্রিটের তাপে
পুড়ছি জীবিকার দৌড়ে
পুড়ছি পথ ভুলে
পুড়ছি, পুড়েই চলেছি ।।
পুড়ছে গাছের শুকনো পাতা
পুড়ছে পায়ের নরম পাতা
পুড়ছে খসখসে কাগজের পাতা
পুড়ছে দু চোখের পাতা
পুড়ছে জীবনের খাতা
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
জন্ম থেকে মৃত্যু
পুড়ছি, পুড়েই চলেছি ।।
পুড়ে সব কালো ছাই
আত্মার শুদ্ধি নাই
আকাশ পাতাল যেথায় যাই
নেই তবু কোথাও ঠাঁই ।।


৮ জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ।