"প্রতিটি গতকাল"

সকালের স্নিগ্ধ আলো যেন আর মন ছুঁয়ে যায় না;
ক্লান্ত শরীর নেমে পরে জীবন যুদ্ধে,
সাথে নিয়ে সহস্র হতাশার যাতনা।
দুশ্চিন্তার অতল জলে ধিরে ধিরে তলিয়ে যাই আমি।
হারিয়ে যাই, কোনো এক বিক্ষিপ্ত যন্ত্রণার ফাঁদে।
প্রশ্নের যাঁতাকলে পিশে যায়, আমার এ নিরুত্তর হৃদয়।
রাতের অন্ধকারে জানালার পাশে -
দেখি আমি চেনা কারো ছায়া,
শিহরে উঠে নিষ্পেষিত অর্ধঘুমন্ত এ দেহ।
নিবিড় দৃষ্টিতে চেয়ে দেখি, এতো কেউ নয় -
শুধু এক মোহ মায়া।
ঘুম হতে জেগে দেখি নতুন আরেক সকাল।
শুধু রয়ে যাই বিষণ্ণ আমি, যা ছিলাম প্রতিটি গতকাল ।।


কাজী নাঈম - ১২ বৈশাখ ১৪২৩