কিছু ভালোবাসা স্বার্থহীন ।
ব্যর্থ হয়েছি আমি, তবুও নও তুমি পরাধীন ।
শিকড়ে তুমি, আঁকড়ে আমার অন্ধকার শিখর;
পরম লালনে বুনেছ প্রসূন কান্তার ।।
ওগো কলত্র, আমার বণিতা; মোর ভার্যা !
নির্যাসে আমার আশীবিষ, অরজিত ব্রত যায় মূর্ছা ।
জায়া ? বণিতা ?
তোমার হরি আজ নিদ্রিত ! ক্ষীণ, অবনত;
বাড়িয়ে দাও তোমার পাণি আমার দুটি ভুজে ।
তোমার সমুদয়, বর্গ সংহারক -
আমার ইন্দ্রালয় করেছে শোণিত, রুধির ।
ওগো কান্তার ? ওগো আমার অঙ্গনা ?
তোমার অধীশ্বর আর ধ্বনিত নয় -
নীলাম্বু, অম্বুধি, বারিধি বয়ে চলেছে আমার দু নয়নে ।
আমি মিশে যাব ধরিত্রীর বুক চিঁরে -
পরাহত অলি শঙ্কা ভীষণ,
তবুও কিছু ভালোবাসা স্বার্থহীন ।।
কাজী নাঈম - ১৯ কার্তিক, ১৪২৪