এই আছি এই নেই
ভাবখানা কেমন বলো
কোথাও আছি কোথাও নেই
এভাবেই তবে জীবন চলো
স্বার্থের চেয়ে মমতা ছোটো
মনের চেয়ে অবস্থান বড়
এভাবেই তবে জীবন চলো।
সুরের মাঝে দোলা নেই
দৃষ্টির আড়ালে পাপ
দেহের ভেতর প্রাণ নেই
সত্যি মিথ্যার বিলাপ
এভাবেই তবে জীবন চলো।
কখনো আছি কখনো নেই
কান্নায় ভারী দুচোখ
নিঃশব্দে ফাটে বুক
সুখের চেয়ে অভিমান বড়
স্বার্থের চেয়ে মমতা ছোটো
এভাবেই তবে জীবন চলো।
৩ আগ্রহায়ন, ১৪২৭ বঙ্গাব্দ ।