যখন তুমি আমারই মাঝে করো বসবাস
তখন নতুন করে আসবে কেন তোমার প্রয়োজন বলো ?
যে থাকার সেই তো আছে !
নতুন করে আসবে কে ?
আমার নিকেতনে দীপ্যমান যে প্রিয়ংবদা
অদৃষ্টপূর্ব মনোহারিণী তুমি দুর্জয়া ।
অনুক্ত, সুপ্ত, অশ্রুতপূর্ব সব ঈপ্সা
অনূঢ়া তুমি হলে আজ স্বয়ংবরা ।    
সম্পর্কের মাঝে অনেক সুতো,
নিজের শরীরে জড়াতে না পারলে জায়গো ছিঁড়ে ।
শাড়ির কুঁচিতে ভালোবাসা আছে
নেই শুধু তোমার ওই বাহ্যিক অবয়বে ।।


কাজী নাঈম - ২৯ কার্তিক, ১৪২৪