"আরেকটি ফাল্গুন"
তন্দ্রাহীন একটি নিশীথ।
সকালের প্রথম সূর্য উঠলো
হিম পবন, শান্ত দিবা, অযাচিত ক্লান্ত দেহ ।
ঝিরি ঝিরি বাতাস আলোড়ন করে চলেছে
সাদা গোলাপ, গ্লাডিয়াস কখনো কৃষ্ণচূড়া ।
জনমানবের কোলাহলে উদ্বেলিত ধরণী ,
কিছু মন উৎপল, কিছু মন নির্ভীক, কিছু মহাপ্রয়াণ।
কাগজের নকশা, গানের সুর আর হলুদ শাড়ী,
বিটপী রঙ্গন এক হয়ে দুটি হাত ধরা ।
তবুও কিছু মন মেঘে ঢাকা, কিছু মন গন্তব্যহীন ।
আরও একটি বসন্ত পেরিয়ে,
চেয়ে রয় কোনো এক ফাল্গুনের ।।
কাজী নাঈম - ১ ফাল্গুন, ১৪২৪