'আমৃত্যু পাপের দায়'
আমি এক বিবর্ণ চাষা,
বিবস্ত্র আমার মুখের ভাষা,
তবুও ব্যক্ত করবার প্রচেষ্টা
শুনতে কি চাও অব্যক্ত সে কথা ?
আমি তো অসভ্য চাষা
হৃদয় নিঙরে উজাড় করে,
করি মমতার চাষ ।
কর্কশ কণ্ঠে দেই সুর,
সুর হয় রক্ত;
তবুও থামে না মনের আশা ।
শিতল পাটিতে বেঁধেছি বাসর
ভুলের চাদরে দিতে হয় মাশুল
চাষির জীবনে নেই কিছু আসল ।
জীর্ণ কয়েক টুকরো বসন
করি তাতে লজ্জা নিবারণ ।
চাষি - যাকে তুমি বলো বেহায়া
আমার ঘর্ম পানি করে খায়
সমাজের তবু নেই মায়া ।
অজাত আমি আমৃত্যু পাপের দায় ।
তোমাদের লোকান্তরে নাই ঠায়
চাষি আমি তবু বাজায় বাঁশি
জীবন সংগ্রামে কার বেশি আয় ?
শিক্ষা নেই আমার আদি জন্মে
জোয়ার ভাঁটায় কাটে জীবন,
তাই পড়ে হও বিদ্যার সাগর
কেউ কি নেয় সে খবর ?
সর্বজনে নিন্দিত আপন ভুল,
অনাহার, অনিদ্রা, দুর্বল বক্ষযুগল
তবুও সত্যের আলোয় উজ্জ্বল ।।
#কাজীনাঈম ৬ বৈশাখ, ১৪২৬ ।