উজ্জ্বল নয়নদ্বয়ের একই খতিয়ান,
ওখানে আছে সুপ্ত দিহান।

কখনো এরা নিরালে,
সমর্পিত হয় বিষের নীলে।

এরাই পরাজিত করে ম্লান ক্ষণ,
পুনরায় হারায় নিসর্গে উজ্জ্বল নয়ন।

মুখোমুখি স্বপ্নালোকিত মোহনায়,
চোখাচোখি হয় অন্তর্গত আয়নায়।