কথা বলার সময় থাকুক থমকে,
দীর্ঘ এই জগতের প্রবাহে,
শব্দের ওজন বয়ে নিয়ে
মনকে ভারমুক্ত করুক
সব থেকে সুন্দর কোন গোধূলি ;
চোখের জল ভেজাক
অন্তর্গত রাগের আগুন,
শান্ত হৃদয়ে নামুক
ফাগুনের ভোরের হাওয়া।

অব্যাহত থাকুক
আপন প্রাণের সন্ধান,মূল্য
নিজেকে জানার শিল্পে সমৃদ্ধ হোক,
অত্যাশ্চর্য এক সৃষ্টির আভা।

চলে যেতে চায় যে, তাকে স্বাগতম,
সময়ের অপচয় নয়
অপমানে ম্লান না হোক প্রাণ,
সেখানে টিসুপেপার হোক  হাসি।

আপন ভাবনার হিসেবে
থাকুক শক্তিশালী  শূন্য।
মৃত্যুর অপেক্ষা জুড়ে থাকা
কষ্ট হোক জানা।
সরল পথে হোক পথ চলা।

🪡 আব্দুস সামাদ নয়ন