রাজপথ জুড়ে ধোঁয়ার কুন্ডলি,
কথার ফুলঝুরি আগুনে জ্বলি।
গেল রাতেও ছিলে যে বন্ধু,
আজকে শত্রু, দাও বিষ কুন্ডু!

ফ্যাসিবাদে মোড়া সে সভ্যতা,
নেতার মুখে সস্তা বচন,
ভোটের দিনে শিকল টেনে
স্বপ্ন দেখে ভোটের রচনা।

ভালোবাসা ছিলো যেইখানে,
সেখানে এখন সন্দেহ জমে,
শব্দেরা সব বিষিয়ে গেছে,
হতাশা আজ কাঁদে ঘরমুখো।

আস্থা যদি ভেঙে পড়ে,
রাজনীতির এই কপট ফাঁদে,
তবে কেনো ব্যর্থতা ঢাকি?
ভোটের দিন হাত কাঁপে।

শ্যামকালাচান পিরিতি আজি,
হাসির মাঝে কান্না রাখে,
ঘৃণা, আশাহীনতার রঙে
ভোটের মাঠে ছায়া ফেলে।

কপিরাইট
Abdus Samad Nayan