গালির গর্জন উঠুক প্রবল, নিশ্ছিদ্র রাতে ঘুমোই চল।
নির্ভয়ে বলি, অথর্ব তুমি, নেই শঙ্কা, নেই কোন গ্লানি।
বিচারের ব্যথা দীর্ঘ-নিঃশ্বাস, ধরা পড়ে রক্তমাখা ইতিহাস।
ডাকাতের গুলি, ধর্ষকের ছায়া, গ্রেফতারের খবরে নড়ে ওঠে মায়া।
পোষা সৈন্য, ক্যাডার বাহিনী, শাসকের পায়ে চেপে বসেনি।
নেই ফোনে হুকুম, নেই রাতের ভীতি, অথচ গালির তীরে কাঁপে রাজনীতি।
শাসন পাল্টালে দেখবে কেমন, শব্দও শাসনে হারাবে দহন।
যে অথর্ব বলে স্বস্তি পেলে, তাকে হারিয়ে কী পাবে বলে?
রাত্রির স্বাধীনতা, বাক্যের আলো, অথর্ব সময়ের এই কি কালো?
কাল বদলালে ইতিহাস টের পাবে, শব্দের স্বাধীনতা কতটা দুষ্প্রাপ্য হবে।