জীবনের ছায়ায় কিছু প্রশ্ন রয়,
সময়ের স্রোতে মিশে যায় ধীরে।
স্বপ্নের আকাশে আঁধারে হয় ভয়,
বিবেক জাগে সেই দ্বিধার নীড়ে।
ফিরে কি আসে যে ফেলে আসা দিন?
ভুলের দহনে জ্বলে অবিরাম।
স্মৃতির আয়নায় ভাসে তার ঋণ,
অশ্রুর ধারায় আঁকা অবয়ব।
শব্দের আড়ালে বয়ে চলে বেদনা,
হৃদয়ের ভাষা কেউ বুঝে না
নীরব কান্নার অশ্রুজল বয়ে,
নিভৃতে বয়ে যায় ব্যথার স্রোতে।
রহস্য যে জীবন, অনন্ত গাঁথা,
উত্তর খুঁজে যায় ক্লান্ত ব্যথা।