বিশ্বাসঘাতক ঘষেটি একদিন, নবাবের হৃদয়ে করল আঘাত।
লোভে-লালসায় ডুবে ছিল যে, বেইমানি তার ছিল প্রভাত।
শেখ রেহানাও আঁধারে গা ঢাকা, স্বার্থের খেলায় সে নিপুণ।
কালের কাব্যে ফুটে ওঠে তার রূপ, বিশ্বাসঘাতকের চিহ্ন গুণ।

গাছের তলায় কুড়ায় সুখ, অন্যের কষ্টে বাঁধে জ্বালা।
জাতির মনে জ্বলছে ক্রোধ, ঘৃণায় ভরা, নেই শান্তি-ছায়া।
বিশ্বাসঘাতক চিরকাল রয়ে যায়, বেইমানরা কেবল ধিকৃত হয়।