যখন নীরবতা ঢেকে নেয় প্রাণ,
আলো-আঁধারে মুছে স্মৃতির গান।
যেখানে অন্তিম খুলে দেয় দ্বার,
শুধু আত্মাই বোঝে বিদায়ের ভার।
পৃথিবী কি ভোলে সেই বিধির বাণী,
নম্র প্রার্থনায় শান্তির আনি?
কেন বিষাদে বাজে স্মরণের সুর,
ব্যথায় আঁকা হয় শ্রদ্ধার নূপুর?
মৃত্যু কি অভিনয়, জীবনের ছায়া,
যেখানে জ্বলজ্বলে দীপের মায়া?
বরং সে নীরবে শান্তির পথ,
যেখানে আত্মা পায় পূর্ণ রথ।
শেষ বিদায়ে চাইনা জৌলুস গান,
শান্তি, নীরবতা—স্মরণের মান।