কার্তিকের প্রথমে গোধূলী প্রহরে,
নদীকে মনে হয় হরিণ নয়ন।
হাঁসেদের জলকেলী নজর কাড়ে;
‘ভি’ আকারে বকেরা যায় ঘরে ফিরে,
সোনালী আমন ছড়া বাতাসে নড়ে,
আঁধার ধুয়ে দেয় জোস্নার প্লাবন,
বাতাসে ছাতিমের ঘ্রান মো-মো করে,
যা আজও মুগ্ধ করে বাঙালী মন।