বসন্ত আসলে প্রকৃতি-তে
মিলে যায় কচি-পাতার মেলা,
ডালে ডালে কোকিলেরা
করছে গানের খেলা।
মুছে ফেল যত কষ্ট
ছিলো তোমার মনে!
আনন্দে আজ মেতে ওঠ
দোলপূর্ণিমার এই দিনে।
প্রকৃতির ঐ রঙ্গের খেলায়
মেতে উঠেছে দেশ,
পলাশ ফুলে সাজবে খোপা
রঙিন হবে কেশ!
বসন্তের এই রং লেগেছে
কবির অবুঝ মনে,
তাই তো সে আজ ঘর ছেড়েছে
ঘুরছে রনে বনে।।