তোমার দেখা পেয়েছি আমি
ধানসিঁড়ি নদীর কুলে,
বেলা বয়ে যায়! গোধুলির মেঘ সীমানায়
আকাশটা ছিলো রং ধনুকের সাজে।
আঁচলে মুখ ঢেঁখেছো তুমি লাজে
দক্ষিণে মৃদু হাওয়ায় এলো-মেলো চুলে
এক পলক দৃষ্টি পড়তেই ঐ মায়াবি চোখে।
হরিণীর মতো কাজল কালো সেই
দুই আখি;নক্ষত্রের মতো জ্বলে,
পৃথিবীর সমগ্র সুখ লুকিয়ে আছে ঐ যুগ্মভুরু তলে
তুমি সাধারনের মাঝে অসাধারণ
সৌন্দর্যের লীলাভূমি!
মহাবিশ্বের সকল সৌন্দর্যের তুমি উত্তমা
তাই ভালোবেসে ডেকেছি তোমায় 'তিলোত্তমা'।