আমার আকাশটা আজ নক্ষত্র শূন্য
সমস্ত নক্ষত্র গুলো ভিড় করেছে তার উঠনে
অন্ধকার আচ্ছন্নে আমাকে একলা ফেলে রেখে।
বড্ড ভয় হয় যদি আর আলোর দিশা না পাই
সারা বাড়ি আলোক সজ্জায় সজ্জিত
প্রিয়তমা নিজেও সেজেছে আজ,
লাল পেড়ে হলুদ শাড়ি,মাথায় প্রিয় রজনীগন্ধা
আজকে যে তার হলুদ সন্ধ্যা।
সব প্রেমিকার মতো সেও আমাকে বলেছিল
আমি নাকি তার থেকে ভালো কাউকে পাবো।
তবে তার একটা বিধি নিষেধও ছিলো
দ্বিতীয় বার কারো প্রেমে পড়া বারন!
তাকে ঘিরেই বিস্তৃত ছিলো
আমার সকল প্রেমের আলো,
আমি কি করে বোঝাবো তারে
নক্ষত্র বিহীন আকাশটা ছেয়ে গেছে কালো অন্ধকারে।